
হাটহাজারীর সরকারহাট বাজারে গতকাল সোমবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাজারের সফর আলী সড়ক সংলগ্ন স্হানে এই অগ্নিকান্ড হয়েছে। অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বাজারে আগুন লাগার কারনে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। এই সময় নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ বিদ্যূৎ সঞ্চালন বন্ধ করে রাখে। যানযট ও বিদ্যূৎ বন্ধ থাকায় জনদূর্ভোগ সৃষ্টি হয়। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্হল পরিদর্শন করেন। অগ্নিকান্ডের সঠিক কারন তাৎক্ষণিক ভাবে জানা যায়নি
স্হানীয়, প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও দোকানদার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে সরকারহাট বাজারের হাজী সফর আলী সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় বাজারের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আগুনে এই লাইনের ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার খবর হাটহাজারী ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্হলে উপস্থিত হয়ে ঘন্টা খানিক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । এই সময় হাটহাজারী – নাজিরহাট মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি এবং বাজার ও আশেপাশে এলাকায় বিদ্যূৎ সঞ্চালন নিরাপত্তার কারনে বন্ধ করে দেওয়া হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায় নি। আগুন লাগার খবর অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্হল পরিদর্শন করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের সান্ত্বনা দেন। সরকারহাট বাজার দোকানদার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মোঃ আবদুল হালিম বাজারে অগ্নিকান্ডের ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হবে বলে জানান।