
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে বা যুদ্ধের পথে যেতে চায়, তাহলে তেহরান সম্পূর্ণ প্রস্তুত—এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
আজ সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, তবে ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
তিনি জানান, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছিল, সে সময়ের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আরও বিস্তৃত ও শক্তিশালী। তার ভাষায়, ওয়াশিংটন যদি ইরানের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, তাহলে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।