1. news@banglareveal.com : বাংলা রিভিয়েল : বাংলা রিভিয়েল
  2. info@www.banglareveal.com : বাংলা রিভিয়েল :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি প্রস্তাব ও যুদ্ধ বন্ধে ইসরাইলের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি। আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গাজাগামী ত্রাণবাহী নৌবহরের শেষ বহরটিকেও আটক করেছে ইসরাইল। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই, অ্যাটর্নি জেনারেল। গত ১৬ বছরে ব্যাংকের টাকা লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর বাবস্থা নেওয়া হচ্ছে। খাগড়াছড়ি ও গুইমারায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

গতকাল সোমবার নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। আজ এক বিবৃতিতে সরকার জোর দিয়ে বলেছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি, তা দেশের ভেতরে হোক বা দেশের বাইরে—কোনভাবেই সহ্য করা হবে না। এর বিরুদ্ধে যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশে ও দেশের বাইরে গণতান্ত্রিক রীতি ও আইনের শাসন অক্ষুণ্ন রাখার ব্যাপারে সরকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিউইয়র্কে ঘটে যাওয়া উদ্বেগজনক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই রাজনৈতিক হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় অভিযুক্তরা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সমর্থক ও তার দলের নেতাকর্মী।

এতে বলা হয়, ‘এই নিন্দনীয় ঘটনা শেখ হাসিনার শাসনামলের বিকশিত বিষাক্ত ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির স্পষ্ট চিত্র ফুটিয়ে তোলে। অন্তর্বর্তীকালীন সরকার এই হিংস্র সংস্কৃতি ভেঙে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য গৃহীত প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা এবং সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই অনুযায়ী, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে প্রথমে একটি নির্দিষ্ট ভি.ভি.আই.পি. গেটের মাধ্যমে নিয়ে যাওয়া হয়।

এরপর তাদের একটি বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় বসানো হয়। তবে ভিসা সংক্রান্ত আকস্মিক ও শেষ মুহূর্তের জটিলতার কারণে তাদেরকে বিকল্প পথে যাত্রা করতে হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ে ভি.ভি.আই.পি. প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা জারি রাখার জন্য আবেদন করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা অনুমোদন দেননি। এর ফলে প্রতিনিধিদলের সদস্যরা অপ্রত্যাশিত ঝুঁকির মুখে পড়েছেন।’

ঘটনার পরপরই বাংলাদেশের নিউইয়র্ক মিশনের মাধ্যমে সরকার নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার আনুষ্ঠানিক তদন্ত চলছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রীয় সফরে আসা প্রতিনিধিদলের সকল সদস্যের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে বিদেশে বাংলাদেশের প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা অক্ষুণ্ন রাখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট