
এম এ কবির, বিশেষ প্রতিনিধি।
২৬০ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
চট্টগ্রাম অর্থঋণ আদালত বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ জারি করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া প্রায় ২৬০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় এবং বন্ধকি সম্পদ নিলামে বিক্রি না হওয়ায় ব্যাংকের আবেদনে এই আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, আসলাম চৌধুরীর বিরুদ্ধে অতীতে ৭৬টি মামলা হয়েছিল। ২০১৬ সালে রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি গ্রেপ্তার হন এবং গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর জামিনে মুক্তি পান।